রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৬ আশ্বিন ১৪৩১
#
খেলা খেলা

রোনালদোকে পেছনে ফেলে এশিয়াসেরা হয়েছেন সন হিউং-মিন


প্রকাশিত : বুধবার, ২০২৪ জানুয়ারী ১৭, ০১:৩১ অপরাহ্ন
#

স্পোর্টস ডেক্স : ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই ৭ নম্বর জার্সি গায়ে ক্লাব ও জাতীয় দলে খেলেন তিনি। অনেকেই রোনালদোর সঙ্গে নাম মিলিয়ে তাকে ডাকে ‘সনালদো’। পর্তুগিজ মহাতারকার অনেক বড় ভক্তও দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনের কথাই বলা হচ্ছে। এবার আইডল রোনালদোকেই পেছনে ফেলেছেন দক্ষিণ কোরিয়ান তারকা।

 কেনের বিদায়ের পর টটেনহ্যাম হটস্পারের অধিনায়কত্ব চেপেছে সন হিউং-মিনের কাঁধে। ক্লাবটির প্রথম এশীয় অধিনায়ক তিনিই। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৩১ বছর বয়সী সন। চলতি মৌসুমেও আছেন দারুণ ফর্মে। পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এই দক্ষিণ কোরিয়ান তারকা।

আইডল ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ২০২৩ সালের এশিয়া অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার । এই নিয়ে টানা সপ্তমবার এশিয়ার সেরা ফুটবলার হলেন সন।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video