রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ২৬ কার্তিক ১৪৩১
#
খেলা খেলা

লাঞ্চ বিরতিতে যাবার আগে ৬ উইকেট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ২৩, ০১:৩৩ অপরাহ্ন
#

প্রথম দিন শেষ বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট হাতে মাঠে নামা তাইজুল ইসলামই এখন আশার আলো দেখাচ্ছেন। কারণ, একা তিনিই লঙ্কান পেসারদের বিরুদ্ধে মাথ তুলে দাঁড়িয়েছেন তিনি। বাংলাদেশের আর কোনো ব্যাটার তার মত দাঁড়াতে পারেননি।

লঙ্কান পেসারদের তোপের মুখে প্রথম দিনের শেষ দিকে ৩ উইকেট হারিয়েছিলো বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন লাঞ্চের আগে আরও ৩ উইকেট হারিয়েছে তারা। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং লিটন দাস।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় উইকেটে ছিলেন তাইজুল ইসলাম ৪১ রানে এবং মেহেদী হাসান মিরাজ ২ রানে। বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ১৩২ রান। বাংলাদেশ পিছিয়ে ১৪৮ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনটিতে শাসন করেছিলো পেসাররা। দ্বিতীয় দিনেও পেসারদের দাপট থাকবে হয়তো, শুরুতেই সেই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশ দলের ওপেনার মাহমুদুল হাসান জয় প্রথম দিন শেষ বিকেলে লঙ্কান পেসারদের সয়লাব ঠেকিয়েছেন। তবে দ্বিতীয় দিনের শুরুতে আর ঠেকাতে পারেননি। লাহিরু কুমারার বলে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভা সেই ক্যাচ তালুবন্দী করে জয় ফিরিয়ে দেন সাজঘরে। দলীয় ৫৩ রানেই পড়লো বাংলাদেশের চতুর্থ উইকেট। মাহমুদুল হাসান জয় আউট হলেন ৪৬ বলে ১২ রান করে।

এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নেমে ধনঞ্জয়া ডি সিলভা (১০২) এবং কামিন্দু মেন্ডিসের (১০২) জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩টি করে উইকেট নেন খালেদ আহমেদ এবং অভিষিক্ত নাহিদ রানা।

জবাবে ব্যাট করতে নেমে একঘণ্টা সময় পান বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু এই এক ঘণ্টায় ৩টি উইকেট হারিয়ে বসে তারা। ৯ রানে জাকির হাসান, ৫ রানে নাজমুল হোসেন শান্ত এবং ৫ রানে আউট হয়ে যান মুমিনুল হক। দিন শেষে জয় ৯ রানে এবং তাইজুল অপরাজিত ছিলেন শূন্য রানে। বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৩২।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video