শুক্রবার, ২০২৫ মে ০২, ১৯ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

হেরেও যে ইতিহাস লিখল মুম্বাই

স্পোর্টস ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২২ এপ্রিল ১০, ১২:২৫ অপরাহ্ন
#

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি হলো মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবারের আসরে যেন ‌শনির দশা ভর করেছে তাদের ওপর। কোনোভাবেই জয়ের মুখ দেখতে পারছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা।

শনিবার (৯ এপ্রিল) রাতে চতুর্থ ম্যাচেও র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে হেরেছে মুম্বাই। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান তুলে রোহিত শর্মার দল। তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে যায় বেঙ্গালুরু। তবে এ ম্যাচে হারলেও আইপিএলে অন্যরকম এক ইতিহাস লিখেছে মুম্বাই।

এদিন দল গঠনে মুম্বাই এমনই বড় চমক রেখেছিল যে, তা আইপিএলে ইতিহাস হয়ে গেল! দলে মাত্র দুই বিদেশি ক্রিকেটার নিয়ে মাফে নামেন রোহিত শর্মা। তারা হলেন- দক্ষিণ আফ্রিকা ডেওয়াল্ড ব্রেভিস ও ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড।

কারণ আগের ম্যাচে মুম্বাই ড্যানিয়েল স্যামসকে খেলিয়ে বিরাট ভুগেছিল। অজি পেসার এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন। তাই আরসিবির বিপক্ষে ম্যাচে স্যামসের পাশাপাশি মুম্বাই ইংরেজ পেসার টাইমাল মিলসকেও বসিয়ে দেয়। এই দুই বিদেশির বদলে দলে আসেন দুই ভারতীয়- ব্যাটার রমনদীপ সিং ও বোলার জয়দেব উনাদকাট।

আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এই প্রথম তাদের একাদশে মাত্র দুই বিদেশিকে রাখে। ইতিহাস অনুযায়ী, লিগের তৃতীয় দল হিসেবে মাত্র দুই বিদেশিকে নিয়ে কোনো ম্যাচের দল সাজায় মুম্বাই! এর আগে ২০১১ সালে কেকেআর বনাম সিএসকে ম্যাচে কলকাতা জ্যাক কালিস ও অইন মরগানকে নিয়ে দল করেছিল। চলতি বছর দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের বিরুদ্ধে টিম সেইফার্ট ও রোভম্যান পাওয়েলকে নিয়ে দল করেছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video