শুক্রবার, ২০২৫ এপ্রিল ২৫, ১২ বৈশাখ ১৪৩২
#
খেলা খেলা

৯৫২ কোটি রুপি সম্পদের মালিক বাড়িতে কোনও কাজের লোক রাখেন না :বিরাট আনুষ্কা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ মার্চ ০২, ০১:৫২ অপরাহ্ন
#
২০২১ সালের হিসেব অনুযায়ী বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ৬৮৮ কোটি রুপি। তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার স্বামীর চেয়ে তুললামূলক ভাবে কম ২৬৪ কোটি রুপি। এই পরিমাণও কম কিছু নয়। এত অর্থ থাকা সত্ত্বেও বাড়িতে কোনও কাজের লোক রাখেন না এই সেলিব্রিটি দম্পতি। সম্প্রতি সে রকমটাই দাবি করলেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই’র কর্মকর্তা শরণদীপ সিং। শরণদীপ এই প্রসঙ্গে বলেছেন, মিডিয়া বিরাটের ব্যক্তিত্বকে যে ভাবে সবার সামনে তুলে ধরে, আদতে দেশের এই স্টার ক্রিকেটার মোটেও সে রকম আগ্রাসী স্বভাবের নন। তার এই আগ্রাসী মনোভাব কেবল দেখা যায় মাঠে খেলতে নামলেই। খেলা শেষ হওয়ার পরে বিরাট একেবারে অন্য মানুষ, পুরোপুরি মাটির মানুষ। নানা সময়ে শরণদীপ খুব কাছ থেকে দেখেছেন কিং কোহলিকে, তাই এই কথা বলতে কোনও দ্বিধাবোধ করেননি তিনি। সতীর্থদের সঙ্গে টিমের কোনও মিটিং হোক বা খেলার মাঠের অনুশীলন, তার মতে বিরাটকে সব সময়েই দেখা যায় ঠা-া মাথায়। এমনকী কেউ তার খেলা নিয়ে কোনও সমালোচনা করলেও না কি সেটা খুব শান্ত ভাবে গ্রহণ করেন বিরাট। চুপচাপ শুধু শুনে যান, অন্যপক্ষের বক্তব্য ভুল হলেও কোনও প্রতিবাদ করেন না। এই প্রসঙ্গে শরণদীপ তুলে ধরেছেন বিরুষ্কার বাড়ির এক পার্টির কথা। তিনি জানিয়েছেন যে এক সন্ধ্যায় ওই পার্টিতে তিনি কোনও কাজের লোক দেখেননি। বিরাট এবং আনুষ্কাই সারাটা সময় জুড়ে অতিথিদের দেখভাল করেছেন। তাদের খাবার পরিবেশন করে খাইয়েছেন নিজের হাতে। শরণদীপের বক্তব্য- আজ পর্যন্ত কোনও সেলিব্রিটির এমন অমায়িক ব্যবহার তিনি দেখেননি। আনুষ্কা এবং বিরাটের এ হেন ব্যবহার এক দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু শরণদীপের কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য কি না, সেই নিয়ে প্রশ্ন তোলাই যায়। কেন না, এই দম্পতি বেশির ভাগ সময়েই বাড়িতে থাকেন না। তখন ঘরদোর পরিষ্কার রাখেন কারা? কে-ই বা দেখভাল করেন পোষ্যের। সেই সন্ধ্যায় শরণদীপ কাউকে দেখেননি মানে কাজের লোকদের যে ছুটি দিয়ে রেখেছেন তাও নয়। এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি দম্পতি। সন্দেহ রয়ে গিয়েছে সেই তিমিরেই। ২৪ টিভি/এডি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video