সোমবার, ২০২৫ এপ্রিল ২৮, ১৫ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

চুয়াডাঙ্গায় অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ এপ্রিল ১৫, ০৪:৫৩ অপরাহ্ন
#

কয়েকদিনের টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জেলাবাসীর অবস্থা ত্রাহি-ত্রাহি। এই অবস্থায় অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। খবর: বাসস। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সেইসাথে পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে। লেবুর শরবত ও স্যালাইন খাওয়ারও পরামর্শ দেয়া হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে বলছে, সহজে দেখা মিলছেনা বৃষ্টির। এবারের গরমে ভিন্নমাত্রা রয়েছে। বাতাসের আর্দ্রতা স্বাভাবিকের চেয়ে কম। তাই তাপদাহের মধ্যে শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক।

বাতাসে জলীয়বাষ্প কম থাকায় মূলত এমন হচ্ছে। সকালে সূর্য ওঠার সাথে-সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে-সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। 

গত ১৪ দিন ধরে দেশের সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শনিবার বেলা ১২টায়ও জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, এ সপ্তাহজুড়ে তীব্র থেকে তীব্রতর তাপমাত্রা অব্যাহত থাকবে। এসময় তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভানবা রয়েছে।

তাপদাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার সব হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। এই বৈরি আবহাওয়ায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার কথা বলেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video