শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
বাঁশখালী বাঁশখালী

অপহরণের দেড়বছরেও উদ্ধার হয়নি অটোরিকশা চালক জয়নাল

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ১২:৩৩ অপরাহ্ন
#

১৭ এপ্রিল (শুক্রবার) চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা থেকে অপহরণের প্রায় দেড়বছরেও উদ্ধার হয়নি অপহৃত অটোরিকশা চালক জয়নাল আবেদীন। সন্তানের সন্ধান না পাওয়াতে উদ্বিগ্ন জয়নালের মা-বাবা ও স্বজনরা।

মোঃ জয়নাল আবেদীন উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনিছার বাপের বাড়ির নুরুল আমিনের ছেলে। পরিবারের অভাব মেটাতে অটোরিকশা চালতো জয়নাল, প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ৮ ডিসেম্বর সকালে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়ে গণ্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান্টের ৩ নং গেইট এলাকা থেকে অটোরিকশাসহ অপহরণের শিকার হয়েছিল অটো-চালক জয়নাল।

এবিষয়ে জয়নালের বাবা নুরুল আমিন বলেন, ঘটনারদিন খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি যে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোয়াজ্জিন পাড়ার মোঃ ইব্রাহীমের পুত্র মোঃ ফাহিম প্রঃ নাঈম (২৫) নামে এক লোক ভাড়ার কথা বলে আমার ছেলে জয়নাল আবেদীনকে অটোরিকশাসহ নিয়ে যাওয়ার পর আর ফিরে আসেনাই।

এবিষয়ে আমার বড় ছেলে মহিউদ্দিন বাদী হয়ে অভিযুক্ত ফাহিমকে আসামি করে একটি অভিযোগ করেছিল। এরই প্রেক্ষিতে তৎসময়ে  গণ্ডামারা পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা এস আই লিটন চাকমার নেতৃত্বে অভিযুক্ত ফাহিম প্রঃ নাঈমকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞেসাবাদে অভিযুক্ত ফাহিম এর স্বীকারোক্তি ও দেখানো মতে কালীপুরের গুনাগরী  এলাকা থেকে অটোরিকশাটি, চাম্বল এলাকা থেকে ওই অটোরিকশার ব্যাটারি উদ্ধার করলেও উদ্ধার করেনি জয়নালকে। এমনকি অপহরনকারী ফাহিমের বিরুদ্ধে আমাদের মামলা পর্যন্ত নেননি বাঁশখালী থানার তৎকালীন ওসি। অভিযুক্ত ফাহিমের বিরুদ্ধে মামলা করতে চাইলে মামলা না নিয়ে ওসি কামাল উল্টো হুমকি দিয়ে আমি ও আমার বড় ছেলে মহিউদ্দিনকে থানা থেকে বের করে দিয়ে অন্য একটি চুরি মামলায় আসামী ফাহিমকে চালান করে দেয় পুলিশ।

এতে নিরুপায় হয়ে ঘটনার আরো ৪ দিন পর তথা গত ১২ ডিসেম্বর ২০২২ ইং তারিখে বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার বড় ছেলে মহিউদ্দিন বাদী হয়ে ১৩৫৯/২০২২ ইং মামলা দায়ের করিলেও এখনো পর্যন্ত অপহৃত জয়নালের কোন সন্ধান মেলেনি। আসামী ফাহিমের দেখানো মতে অটোরিকশার ব্যাটারী ও অটোরিকশা উদ্ধার করা হলেও পুলিশের অবহেলার কারণে জয়নাল উদ্ধার হয়নি মর্মেও অভিযোগ করেন নুরুল আমিন।

এদিকে অপহরণের প্রায় দেড়বছর হয়ে গেলেও ছেলের সন্ধান না পাওয়াতে শোকে কাতর হয়ে পড়েছে জয়নালের মা মনোয়ারা বেগম। সাংবাদিকদের দেখামাত্র কান্নার বিলাপ ধরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে জয়নালের মা।

মনোয়ারা বেগম বলেন, প্রায় দেড়বছর পার হয়ে গেলো এখনো আমার জয়নাল ফিরে আসছেনা কেন? কখন আসবে আমার জয়নাল? আমার পুতকে আমার বুকে ফিরিয়ে পেতে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। জয়নাল কি জীবিত আছে নাকি অপহরনকারী ফাহিম তাকে মেরে ফেলেছে? জীবিত থাকলে তাকে কোথায় রাখছে? আর মেরে ফেললে তার লাশ কোথায় লুকিয়ে রেখেছে ফাহিম? তা জানতে অধির আগ্রহে রয়েছে জয়নালের স্বজনরা।

স্থানীয় সুত্রে জানা যায়, জয়নালের অপহরণকারী ফাহিম প্রঃ নাঈম স্থানীয় প্রভাবশালী কিছু লোকের ছত্রছায়া থেকে এলাকায় চুরিচামারি, মাদকসেবন, ছিনতাইসহ নানা অপকর্ম করলেও তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেতোনা। এছাড়াও সাম্প্রতিকে গণ্ডামারা পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা এস আই লিটন চাকমার সাথে ছিলো ফাহিমের দহরমমহরম সম্পর্ক। যার ফলে অভিযুক্ত ফাহিম দিনদিন বেপরোয়া হয়ে উঠেছিল। জয়নালকে উদ্ধারের জন্যে প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video