শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
বাঁশখালী বাঁশখালী

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানের উপর হামলা মামলার নিন্দা জানিয়ে বিবৃতি

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী,চট্টগ্রাম
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১৯, ০৪:৫২ অপরাহ্ন
#

১৯ মে (রবিবার) চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল এর উপর অতর্কিত হামলার নিন্দা ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দুইটি আলাদা-আলাদা বিবৃতি দিয়েছে বাঁশখালী চেয়ারম্যান সমিতি ও সাধনপুর ইউনিয়ন পরিষদ।

গত ১৬ মে বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি স্বাক্ষরিত ১টি বিবৃতি এবং একই দিনে সাধনপুর ইউনিয়ন পরিষদ ইউপি সদস্যদের যৌথ স্বাক্ষরিত ১টিসহ দুইটি আলাদা আলাদা বিবৃতি দিয়েছে।

বিবৃতিদ্বয় পর্যালোচনায় দেখা যায়, গত ৮ মে ২০২৪ বিকেল ৪ টার দিকে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করতে যান বাঁশখালীর বর্তমান সাংসদ আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি। এতে সাংসদের নির্দেশে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশদেরসহ নিয়ে সড়ক উন্নয়ন উদ্বোধনস্থলে যান সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল।

সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন শেষে সাংসদ মুজিবুর রহমান সিআইপিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাবিব উল্লাহ চৌধুরীর ছেলে আমান উল্লাহ চৌধুরী তাঁর লোকজন নিয়ে সাধনপুর ইউপি চেয়ারম্যান ও বাঁশখালী চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কে এম সালাউদ্দিন কামাল এর উপর অতর্কিত হামলা করেছে এবং পরবর্তীতে বাঁশখালী থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার বিষয়টি জনপ্রতিনিধিদের সম্মান হানি করার শামিল মর্মে উল্লেখ করে বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও বৈলছড়ী ইউপি চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন স্বাক্ষরিত ও সাধনপুর ইউপি সদস্যগণের যৌথ স্বাক্ষরিত আলাদা -আলাদা দুইটি বিবৃতির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাধনপুরের সাবেক চেয়ারম্যান মরহুম ছমি উদ্দীন এর সন্তান সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাধনপুর ইউপির বর্তমান চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল এর উপর অতর্কিত হামলার নিন্দা ও পরে থানায় তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও পরিকল্পিত মর্মে উল্লেখ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাঁশখালীর চেয়ারম্যানবৃন্দ। একই সাথে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video