শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
বাঁশখালী বাঁশখালী

বাঁশখালীর মানুষ সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ কর্মী সমাবেশে দিদারুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১১, ০৮:১২ অপরাহ্ন
#

১১ মে (শনিবার)চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম এর সভাপতিত্বে আয়োজিত যুব জাগরণের লক্ষ্যে বাঁশখালী উপজেলা যুবলীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম চৌধুরী (দিদার), সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম (জহুর)।

সহ-সভাপতি তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক আ ন ম  ফরহাদ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদুল হক চৌধুরী (মার্শাল)।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহাদাত রশিদ চৌধুরী ছোট্টু, সেলিম উদ্দিন চৌধুরী ও আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মোঃ মনসুর আলম, জামাল উদ্দিন,  সদস্য মোঃ নোমান, জাহিদুল আলম মিজান, মিজানুর রহমান বাবুল, মাহবুবুল ইসলাম বদি, মোঃ ওসমান গণী, আজমিরুল ইসলাম চৌধুরী, মোঃ এরশাদ, শফিকুল আলম মুজিব, সাদ্দাম হোসাইন, আব্দুল জব্বার,এইচ এম মিজানুর রহমান, ইউপি সদস্য ওয়াহিদুল আলম, মাসুদ রানা, মোঃ এরশাদ।

সভায় বক্তব্যের প্রারম্ভে বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ, মরহুম আলহাজ্ব সুলতানুল কবির চৌধুরীসহ সকল শহীদের স্মরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালী উপজেলা যুবলীগের নেতা কর্মীরা নেতা-কর্মীরা আজকে যেভাবে সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশকে সফল করেছে এতে প্রমাণিত হলো উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রামের নেতৃত্বে পৌরসভাসহ প্রত্যেক  ইউনিয়নে যুবলীগের নেতা-কর্মীরা সু-সংগঠিত।

এভাবে বাঁশখালী আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়া সম্ভব। এসময় তিনি আরও বলেন, একসময় শুনতাম বাঁশখালীর মানুষ ঝগড়াবাজ, সকালে পানি ভাত খেয়ে নাকি আদালতের বারান্দায় গিয়ে বসে থাকতো,কিন্তু আজকের এই সমাবেশ প্রমাণ করেছে বাঁশখালীর মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ।

বক্তব্যের শেষান্তে প্রধান অতিথি দিদারুল ইসলাম চৌধুরী বাঁশখালী পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পরবর্তী কর্মী সমাবেশ সুচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী পুকুরিয়া ইউনিয়নে আগামী ১০ জুন ২০২৪ ইং, বাহারচড়া ইউনিয়নে ১৫ জুন, বৈলছড়ী ইউপিতে ২২ মে, পুইঁছড়ী ইউনিয়নে ২৯ জুন, পৌরসভায় ৬ জুলাই পরবর্তী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে ঘোষণা দেন তিনি।

সভায় সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও সমাবেশের সভাপতি অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video