শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
চন্দনাইশ চন্দনাইশ

চন্দনাইশে সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

চন্দনাইশে উচ্ছেদ অভিযানে ঘর হারালো ৭ পরিবার

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ,
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ১০, ০১:০৮ অপরাহ্ন
#

চন্দনাইশে সরকারি খাসজমি উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

 জেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা উচ্ছেদ অভিযান পরিচালনা করে জাফরাবাদ মৌজার ৩১ শতক জমি উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা।

 এই সময় অবৈধ দখলকারী মোহাম্মদ জয়নাল, মো. কামাল, মনির আহমদ, কামাল উদ্দীন, আকতার উদ্দীন, নাজিম উদ্দীন, জাহিদুল ইসলাম, মো. জাবেদসহ ৭ পরিবারে ৩৫ সদস্য গৃহহীন হয়ে পড়েছে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বসবাস করে আসছে এইসব পরিবারগুলো। উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের দাবি, এ জমি সরকারের নয় বরং তাদের পূর্ব-পুরুষের নামে  রেখে যাওয়া ভিটেমাটি। আর.এস ও বি.এস খতিয়ান তাদের পূর্ব-পুরুষের নামে রয়েছে। এই বিষয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান  রয়েছে বলে জানিয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, প্রায় ৫০ লাখ টাকার সরকারি খাস জমি অবৈধ দখলে ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছেন বলে জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video