শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৬ আশ্বিন ১৪৩১
#
চন্দনাইশ চন্দনাইশ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে।

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ \
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২২, ০১:৪০ অপরাহ্ন
#

যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে।

গতকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা মিনিটে চন্দনাইশ সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকতার্ মাহমুদা বেগম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম। সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, অস্থায়ী উপজেলা চেয়ারম্যান  এড. কামেলা খানম রুপা, ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, পল্লী বিদ্যুৎ সমিতি, আনসার ভিডিপি, চন্দনাইশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, উপজেলা আথলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, পৌরসভা যুবলীগ, মহিলা 'লীগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজতৈনিক দলের নেতৃবৃন্দ। তাছাড়া চন্দনাইশ প্রেস ক্লাব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চন্দনাইশ সংগীত নিকেতন, চন্দনাইশ স্পোটিং ক্লাব, কৃষকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, মেডিকেল কলেজ, গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান যথাক্রমে- এড. খোরশেদ বিন ইছহাক, আবদুল আলীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা প্রশাসন : উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরস্থ কাসেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২১ এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা , অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম, উপজেলা আথলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইছহাক প্রমুখ।

কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়: মহান একুশ উদযাপন উপলক্ষে কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে গতকাল ২১ ফেব্রুয়ারি সকালে আলোচনা সভা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন, সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ আর্চায্য, শিক্ষক যথাক্রমে- রফিক আহমদ, অমল কান্তি দাশ, অমল কান্তি দে, মাও. তৌহিদুল আলম, এনামুল হক, শামীমা আকতার, শর্মিলা দেবী, আবু তৈয়ব, কাকলি চৌধুরী, শিপন দেব নাথ, মো. শাকিল, মো. আলী প্রমূখ। আলোচনার পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 চন্দনাইশ প্রেস ক্লাব: মহান একুশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এড. মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন- সাংবাদিক যথাক্রমে মাঈন উদ্দীন, শাহাদাত হোসেন, আরাফাত হোসেন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video