শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
চন্দনাইশ চন্দনাইশ

চন্দনাইশ বরকলে পরিত্যক্ত বেইলি ব্রিজে গাড়ী উঠায় ভেঙ্গে পড়েছে

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ২৩, ০৫:৪৭ অপরাহ্ন
#

চন্দনাইশ উপজেলার পশ্চিম সীমান্তবর্তী চাঁনখালী খালের উপর ১৯৯৪ সালে নির্মিত বেইলি ব্রিজে ডাম্পার গাড়ী উঠায় গতকাল  ২৩ মার্চ দুপুরে ভেঙ্গে পড়েছে।

ফলে ডাম্পার গাড়ীর চালক মো. সাকিব (২২) আহত হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়ভাবে জানা যায়, ১৯৯৪ সালে চন্দনাইশের সাথে পার্শ্ববর্তী উপজেলা আনোয়ারা হয়ে চট্টগ্রাম শহরে যোগাযোগের লক্ষে তৎকালীন বিএনপি সরকার অস্থায়ীভাবে চাঁনখালী খালের উপর বেইলি ব্রিজটি নিমার্ন করে।

দীর্ঘ ২৮ বছর পর বর্তমান আ'লীগ সরকার ক্ষমতায় আসলে ২০২২ সালে ৭ নভেম্বর নতুন বরকল সেতু নিমার্ন করে প্রধানমন্ত্রী সারাদেশে ১০০ সেতুর উদ্বোধনের সাথে এই ব্রিজটি জনগনের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয়। কিন্তু অস্থায়ী বেইলি ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

গতকাল ২৩ মার্চ দুপুরে পরিত্যক্ত ব্রিজটি দিয়ে একটি খালি ডাম্পার পারাপারের সময় বেইলি ব্রিজটি ডাম্পারসহ ভেঙ্গে পড়ে। এইসময় গাড়ীর চালক মো. সাকিব আহত হয়।

সওজ'র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজবাহ-উল-আলম বলেছেন, গত বছর প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে বরকল পিসি গার্ডার সেতুটি ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে পুরাতন বেইলি ব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে মাইকিং করা হয়। সাধারণ মানুষ ও যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। মূল সেতুতে গাইড পোস্ট, প্রয়োজনীয় সাইন সিগন্যাল এমনভাবে দেয়া আছে গাড়ি গাইড পোস্টের নির্দেশনা মূলে পাকা সেতু হয়ে এপার থেকে ওপারে যাবে।

দূর্ঘটনায় কবলিত গাড়িটি নির্দেশনা না মেনে পরিত্যক্ত সেতু দিয়ে চলাচল করার কারণে দূর্ঘটনার শিকার হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video