শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
চন্দনাইশ চন্দনাইশ

চন্দনাইশে লাশ হয়েও নিজ বাড়ি থেকে শেষ বিদায় হয়নি,গোসল ও কাফন হয়েছে রাস্তায়

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ০৯, ০১:০২ অপরাহ্ন
#

চন্দনাইশের সাতবাড়িয়াতে বাড়ির ৩ পাশে প্রতিপক্ষ ওয়াল নির্মান করায় লাশ ঘরে নিতে না পেরে রাস্তার উপর রেখে জানাজার জন্য প্রস্তুত হচ্ছে  বহরম পাড়ার মৌলবী বাড়ির আবুল মাবুদের ছেলে মো. ইদ্রিস (৫০) লাশ।

আবদুল মাবুদে ১ ম ছেলে মো.ইদ্রিস  গত কাল ৭ মার্চ গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার ব্যবসা প্রতিষ্টানে মৃত্যু বরণ করেন।

 ভোরে তার লাশ গ্রামের বাড়িতে আসলে বাড়ির ৩ পাশে প্রতিপক্ষ ১০ ফুট ওয়াল দিয়ে অবরোদ্ব রাখায় লাশ রাস্তায় রেখে গোসল ও কাফন দিয়া হয়েছে। গত ২ মাস পূর্বে থেকে এই কাজ চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ। বাড়ির  অপর দিকে পুকুর থাকায় ঘরে কেউ যাতায়াত করতে পারে না ফলে ইদ্রিসে লাশ চলাচলের রাস্তায় রেখে দাপনের বব্যস্থা করছেন তার আত্মীয় স্বজন।তার পিতা বলেন তার ছেলের লাশ ঘরে নিতে না পেরে রাস্তায় রেখে গোসল দেয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জুমার নামাজের পর দাফন করা হয়। অথচ এ বিষয়ে ২ মাস পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জকে পৃথক পৃথক লিখিত অভিযোগ করার পর ও কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রসাশন। ওয়াল নির্মানকারীরা অর্থ ও প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ধরনের অমানবিক দৃশ্য দেখে  এলাকার সাধারণ মানুষ হতবাক। এ ব্যপারে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপজেলা ও থানা প্রসাশনকে যানালেও  কি এক অজানা কারণে  প্রসাশন কোন প্রদেক্ষপ গ্রহন করেনি তা এখন প্রশ্ন প্রসাশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video