পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কর্ণফুলীতে বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কর্ণফুলী উপজেলা প্রশাসন।
১৮ মার্চ(সোমবার) বিকেলে উপজেলার চরপাথরঘাটা এলাকায় অভিযান চালায় সহকারি কমিশনার(ভূমি)পিযুষ কুমার চৌধুরী।
মোবাইল কোর্ট অভিযানে ব্রিজঘাট বাজারের আনোয়ার সিটি ভবনে মূল্য তালিকা না রাখায় ফুলকলিকে ১০ হাজার টাকা ও দুটি মুরগির দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারি পরিচালক (এডি) নাসরিন আক্তার ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ সদস্যগণ।
সহকারি কমিশনার(ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন রমজান জুড়ে এ অভিযান অব্যাহত রাখবে। মাহে রমজানে সাধারণ ক্রেতারা যেন হয়রানি না হন।
মন্তব্য করুন