বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
কর্ণফুলী কর্ণফুলী

কর্ণফুলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কর্ণফুলী
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১৮, ০২:২৪ অপরাহ্ন
#

কর্ণফুলী উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়।

১৭মার্চ(রবিবার) সকাল থেকে সারাদিন ব‍্যাপি নানান কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং এতিম শিশুদের নিয়ে কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির  আহমেদ, উপজেলা  সহকারি কমিশনার(ভূমি) পিযুষ কুমার চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম,

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাওশাদ,মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সোমা রায়, সমাজ সেবা কর্মকর্তা সবুর আলী,কর্ণফুলী থানা ওসি তদন্ত মেহেদী হাসান সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মচারী রেড ক্রিসেন্ট সদস্য ও বিভিন্ন বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।

সকালবেলায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি  উদ্বোধন হয় পরে শিশু সমাবেশ ও র‍্যালি আলোচনা সভা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মধ্যে পুরস্কার বিতরণ উপজেলা মিলায়তনে অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যায় চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের সঙ্গে নিয়ে কেক কাটেন পরে  ইফতার করেন  উপজেলা প্রশাসন পক্ষ থেকে। এই সময়  মাদ্রাসার পরিচালক মুক্তিযোদ্ধা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video