বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ৪ আশ্বিন ১৪৩১
#
কর্ণফুলী কর্ণফুলী

কর্ণফুলীতে বালু সেল সেন্টারে অভিযান, ভ্রাম্যমান আদালত ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ অর্থদণ্ড

কর্ণফুলী প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৭:১৪ অপরাহ্ন
#

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ভেল্লাপাড়া নামকস্থ শিকলবাহা খালের সেতুর পাশে ৩ টি বালু সেল সেন্টারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

১২মে রবিবার বেলা ১২.৩০মি: উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এতে ভেল্লাপাড়া নামকস্থ শিকলবাহা খালের সংলগ্ন দীর্ঘদিন নিয়মকানুন অমান্য করে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।

তাদের মধ্যে এলবি এন্টারপ্রাইজ,প্রো.প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া, ফতে আলী শাহ এন্টারপ্রাইজ, প্রো.নুরুল ইসলাম, সরওয়ার করপোরেশনের, ম্যানেজার মো. করিম।

তাদের উভয় কে ১ লাখ করে তিন প্রতিষ্ঠানকে  ৩ লাখ অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গা জমিতে বা সরকারের জায়গা জমিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা বা জায়গা জমিতে স্তূপ আকারে রাখতে পারবে না, শিকলবাহা খাল সংলগ্ন,ভেল্লাপাড়াস্থ বালু সেন্টারগুলোতে এ নিয়ম নীতির তোয়াক্কা না করে চালু ব্যবসা পরিচালনা করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ(সিএমপি),আনসার সদস্য উপজেলা প্রশাসন কর্মকর্তারা। বালু সেল সেন্টারে এছাড়া ১লাখ ৩০হাজার গণফুর্ট বালু ও ২ টি স্কেভেটর স্থানীয় ৫নং ইউপি সদস্য মো. আসাদুজ্জামান এর জিম্মায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video