বুধবার, ২০২৫ মে ১৪, ৩১ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

এবারও হচ্ছে না জন্মাষ্টমীর শোভাযাত্রা


প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ২৯, ০৪:০৬ অপরাহ্ন
#
মহামারীর মধ্যে গতবারের মত এবারও বন্ধ থাকবে জন্মাষ্টমীর শোভাযাত্রা। ফাইল ছবি

করোনাভাইরাস মহামারীর মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসবে এবারও কোনো শোভাযাত্রা হবে না।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিল বা শোভাযাত্রায় নিষেধ থাকলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব অনুসরণ করে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান করতে কোনো বাধা থাকবে না।

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হয় জন্মাষ্টমী উৎসব হিসেবে। এ বছর এ উৎসব হবে ৩০ অগাস্ট সোমবার।

প্রতিবছর এ উৎসবের অন্যতম আকর্ষণ থাকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্র। বিভিন্ন বয়সী নারী,পুরুষ ও শিশু নানা সাজে নেচে-গেয়ে শোভাযাত্রায় অংশ নেয়। কিন্তু মহামারীর কারণে গতবছর থেকে সেই শোভাযাত্রা বন্ধ।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল, তা বহাল আছে। তার অংশ হিসেবে জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার শোভাযাত্রা, র‌্যালি, মিছিল বন্ধ থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।

তিনি সনাতন ধর্মের অবতার হিসেবে প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন।

বাংলার হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, দুষ্টের দমন করতে একই ভাবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন। এসে সত্য ও সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা করেন।

পাপমোচন ও পূণ্যলাভের আশায় জন্মষ্টমীতে উপবাস পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। দিনটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video