মঙ্গলবার, ২০২৫ মে ১৩, ৩০ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ নভেম্বর ১১, ০৩:২৭ অপরাহ্ন
#

কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন।

নিহত ব্যক্তির নাম আকতারুজ্জামান পুতু বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্র দখলের ঘটনাকে কেন্দ্র করে মেম্বারপ্রার্থী শেখ কামাল ও আবু বক্কর ছিদ্দিক বাবুলের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে আকতারুজ্জামান পুতুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে পুতুর মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনিরুল গিয়াস জানিয়েছেন, আহতদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video