রবিবার, ২০২৫ মে ০৪, ২০ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

চকরিয়ায় পিকআপভ্যান চাপায় ৪ ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ফেব্রুয়ারী ০৮, ০২:৫৩ অপরাহ্ন
#

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানচাপায় চার ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং গ্রামের সুরেশ চন্দ্র সুশীলের ছেলে অনুপম সুশীল (৪৬), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও নিরুপম সুশীল (৪০)। আহতরা হলেন- প্লাবন সুশীল, রক্তিম সুশীল, স্মরণ সুশীল ও হীরা সুশীল।  

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনেন্দু দে বলেন, ১০ দিন আগে তাদের বাবা সুরেশ চন্দ্র সুশীল ইহলোক ত্যাগ করেন। আজ তারা অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে পূজা করতে গিয়ে এ দুর্ঘটনায় শিকার হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video