রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

পায়ে বাইকের চাকা লাগায় কনস্টেবলকে ছাত্রলীগ নেতার মারধর

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২৩ এপ্রিল ০৯, ০১:০৩ অপরাহ্ন
#
মারধরের ঘটনায় আটক হয়েছেন ছাত্রলীগ নেতা জাকির পাইক

পায়ে মোটরসাইকেলের চাকার আঘাত লাগায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিএইচপি একাডেমির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

হামলার শিকার হয়েছেন আগৈলঝাড়া থানার কনস্টেবল ভুদেব বিশ্বাস। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির পাইক, জহিরুল হক পাইক ও জিয়া পাইক।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, কনস্টেবল ভুদেব বিশ্বাস ডিউটি শেষে থানায় ফিরছিলেন। থানা থেকে কিছু দূরে বিএইচপি একাডেমির সামনে ভিড়ের মধ্যে ভুদেব বিশ্বাসের মোটরসাইকেলের সামনের চাকা জাকির পাইকের পায়ে আঘাত লাগে। পুলিশ পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করেছে।

ওসি আরও বলেন, বিষয়টি শুনে অভিযান চালিয়ে জাকির পাইক ও মনির পাইকসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত জাগো নিউজকে বলেন, ‘আমার একটি ইফতারির দাওয়াত ছিল। পরে সেখান থেকে বের হয়ে তারাবির নামাজ পড়ছিলাম। নামাজ শেষে দেখি ফোনে অনেকগুলো কল আসে। খোঁজ নিয়ে জানতে পারলাম সাধারণ সম্পাদককে পুলিশে ধরে নিয়ে গেছে। আসলে কী হয়েছে কিছুই জানি না।’ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video