ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশু দুটির মা লিমা বেগম গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ১ টায় লিমা বেগমকে উপজেলার দুর্গাপুরে বাড়ি থেতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রাতেই শিশু দুটির মা লিমা এবং তার কথিত প্রেমিক সফিউল্লাহ ছাড়াও অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে শিশুটির বাবা ইসমাইল হোসেন একটি হত্যা মামলা দায়ের করেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঘটনা পর থেকেই তার মায়ের আচার আচরণ সন্দেহ জনক ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পরকীয়ার কারণে মিষ্টির সাথে বিষ মিশিয়ে ছেলে দুটিকে হত্যা কথা স্বীকার করেছে পুলিশের কাছে। গ্রেপ্তারকৃত লিমা বেগমকে আজ বৃহষ্পতিবার সিনিয়র ম্যাজিষ্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবান বন্দি গ্রহণ করার হবে।
এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ খাওয়ানোকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনার খবরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এদিকে এ ঘটনায় বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করা হবে।
মন্তব্য করুন