শনিবার, ২০২৫ মে ০৩, ১৯ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

র‍্যাব দেখে ইয়াবার বস্তা ফেলে দৌড় দেয় যুবক


প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ২৮, ১২:০৪ অপরাহ্ন
#

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান পরিচালনা করে এক লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব।

রোববার (২৭ মার্চ) দুপুর একটার দিকে উখিয়ার বালুখালীর পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. শাহজাহান (৩১)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।

রোববার সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, রোববার দুপুর একটার দিকে উখিয়ার বালুখালীর পানবাজার এলাকায় টহলের সময় একটি বস্তা কাঁধ থেকে ফেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটকের পর ওই বস্তা তল্লাশি করে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন শাহজাহান।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video