মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২৯, ১৬ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

সরকারি গম চুরি করে ওজন ঠিক রাখতে বালি-পাথর দিয়ে সমন্বয়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২৩ ফেব্রুয়ারী ০৬, ১১:৩২ পূর্বাহ্ন
#

চুয়াডাঙ্গার খাদ্য গুদামে আসা গমভর্তি ট্রাকের মধ্যে মিলেছে বালির বস্তা আর পাথর। 

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাক থেকে গম আনলোডের সময় বালির বস্তার সন্ধান পাওয়া যায়। মূলত বালির বস্তা আর পাথর দিয়ে ওজন বেশি দেখিয়ে বরাদ্দকৃত গমের পরিমাণ কম দেয়ার কারসাজি করেছিল। অবশেষে ধরা পড়ে গেছে তাদের এই কারসাজি।

এ ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে খাদ্য বিভাগের পক্ষ থেকে।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ভোররাতে খুলনা থেকে গমভর্তি ৬টি ট্রাক এসে পৌঁছায় চুয়াডাঙ্গা জেলা খাদ্য গুদামে। দুপুরে ট্রাকভর্তি সেসব গম আনলোডিং শুরু হয়। গম নামানোর সময় প্রথমে একটি ট্রাকে পাওয়া যায় ৬টি বালির বস্তা। পরে প্রতিটি ট্রাক খুঁজে বের করা হয় ২৮ টি বালির বস্তা ও ৪টি বড় বড় পাথরের টুকরো।

চুয়াডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সরকারি বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচীর ৩শ টন গম চুয়াডাঙ্গায় বরাদ্দ হয়েছে। এই চালানে প্রায় ১শ টন গম ভোররাতে এসে পৌঁছায়। এরপর ট্রাকেভর্তি গমের পরিমাণ নির্ণয় করে নামানো শুরু হয়। একপর্যায়ে ট্রাকের ভেতর থেকে পাওয়া যায় বালির বস্তা। ধারণা করা হচ্ছে, ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালি আর পাথর দিয়ে তা সমন্বয় করার চেষ্টা ছিল।

জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহীদুল ইসলাম বলেন, খুলনার ৪নং ঘাট থেকে গম লোড হয়েছিল। সেখান থেকে বালির বস্তা ট্রাকে তোলার কোনও সুযোগ নেই। রাস্তার মধ্য থেকে এমন কোনও কারসাজি হয়ে থাকতে পারে বলে ধারণা তার। 

তিনি আরও জানান, রোববার একটি ট্রাক আনলোড করে ওজন দিয়ে ৭’শ কেজি গম কম পাওয়া গেছে । সঙ্গে সঙ্গে বিষয়টি বিভাগীয় পর্যায়ে জানানো হয়েছে। যেহেতু ঠিকাদাররা বিভাগীয় পর্যায়ের সুতরাং বিভাগীয়ভাবেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তারপরও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। তদন্ত কমিটিকে আগামী এক কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য বলা হয়েছে।

তবে বিষয়টি অস্বীকার করেছে ওই ৬ ট্রাকের চালক-সহকারী। তাদের দাবি, রাস্তার মধ্যে কোথাও মালামাল নামানো-ওঠানোর ঘটনা ঘটেনি। খুলনা থেকে সরাসরি চুয়াডাঙ্গায় এসেছে তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video