রবিবার, ২০২৪ সেপ্টেম্বর ২২, ৭ আশ্বিন ১৪৩১
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ৮ মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২৩ ফেব্রুয়ারী ১১, ১২:২৪ অপরাহ্ন
#

সিরাজগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৮টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। এ সময় অতর্কিতভাবে দুই থেকে ৩০০ বিএনপি নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয় তাদের ৮টি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বাজারের বেশ কিছু দোকানপাটও।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দাবি, ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বেশ কিছু মোটরসাইকেল পোড়া অবস্থায় রাস্তার ওপর দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video