রবিবার, ২০২৫ মে ০৪, ২১ বৈশাখ ১৪৩২
#
জেলা-উপজেলা জেলা-উপজেলা

সড়কে পড়ে ছিল এসআইয়ের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ ফেব্রুয়ারী ১৯, ১১:১৫ পূর্বাহ্ন
#

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক সাব-ইন্সপেক্টরকে (এসআই) রক্তাক্ত অবস্থায় সড়কে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে তার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তাকে উদ্ধার করা হয়। হাইওয়ে কুমিল্লা জোনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক জানান, নিহত এসআই মো. জাহাঙ্গীর আলম শেরপুর জেলার বাসিন্দা। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটি ছিল তার। তাৎক্ষণিক আমরা খবর পেয়ে সেখানে গিয়ে তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ সুরতহাল দেখে আমরা ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা বের করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা তার পরিবারকে জানিয়েছি। তিনি আমাদের এখানে প্রায় ৭-৮ বছর ধরে কর্মরত ছিল। খুবই হাস্যোজ্জ্বল ও রশিক মানুষ ছিল। তার এভাবে চলে যাওয়াটা খুবই কষ্টদায়ক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video