ময়মনসিংহের হালুয়াঘাটে আদিবাসী গারো সম্প্রদায়ের একটি বিয়ের অনুষ্ঠান অংশ নেয় রিয়াদসহ তার দশ সহযোগী। রাতে ওই বিয়ের অনুষ্ঠান শেষে স্কুল পড়ুয়া গারো সম্প্রদায়েরে দুই কিশোরীর পিছু নেয় তারা।
এক পর্যায়ে তারা দুই কিশোরীকে আটকে ফেলে। দুই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় রিয়াদসহ ছয়জন সরাসরি অংশ নেয়। আর চারজন আশপাশে পাহারায় ছিলেন।
এরপর দুই কিশোরীকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরী থানায় মামলা দায়ের করার পর রিয়াদসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
স্কুল পড়ুয়া আদিবাসী গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণের মামলার মূল আসামি সোলায়মান হোসেন রিয়াদ (২২) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন। শনিবার (০৮ জানুয়ারি) ভোরে ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেফতার করা হয়।
শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আগেও রিয়াদ এমন আরও ঘটনা ঘটিয়েছে। সেগুলো সালিশি বিচারের মাধ্যমে সমঝোতা হয়েছিল।
মন্তব্য করুন