শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
বাঁশখালী বাঁশখালী

বাঁশখালীতে মনোনয়ন বৈধতার পর ভোটারদের দ্বারস্থ প্রার্থীরা, আমেজ নেই ভোটারদের

নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী,চট্টগ্রাম
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ১৪, ০৭:২৯ অপরাহ্ন
#

১৪মে(মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল অনুযায়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ৯ মে মনোনয়ন দাখিল করেছে তিনপদে ১৫ জন প্রার্থী, ১২ মে  মনোনয়ন বৈধ বিবেচিত হওয়া প্রার্থীরা বিরামহীন ভাবে পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের দ্বারস্থ হতে দেখা গেলেও ভোটারদের মাঝে এখনো পর্যন্ত তেমন আমেজ পরিলক্ষিত হয়নি।

বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারচড়া, কাথরিয়া, কালীপুর, বৈলছড়ী, সরল, গণ্ডামারা, শীলকূপ, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, পৌরসভারসহ টানা তিনদিন যাবৎ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রার্থীরা পাড়া-মহল্লায়, দোকানেপাটে গিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করে যাচ্ছে। তবে সাধারণ ভোটারদের মাঝে এখনো পর্যন্ত নির্বাচনী আমেজ তেমন পরিলক্ষিত হয়নি।

বিভিন্ন এলাকার বেশ কিছু ভোটারদের মতামত জানতে চাইলে ভোটররা জানান, এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থালেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা  ভাইস চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছে তারা সবাই ক্ষমতাসীন আওয়ামীলীগের। অন্য কোনো রাজনৈতিক দল এই নির্বাচানে প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করছেনা।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক প্রার্থীর বিপরীতে বাঁশখালীতে স্বতন্ত্র হিসেবে ২ হেভিওয়েট প্রার্থী ও ইসলামি ফ্রন্ট, ইসলামিক ফ্রন্টসহ ছোটো-খাটো বেশ কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করার ফলে মোটামুটি ভাবে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছিল। আর এবারের উপজেলা নির্বাচনে এধরণের কোনো প্রার্থী না থাকায় সাধারণ ভোটারদের মাঝে এখনো পর্যন্ত নির্বাচনী আমেজ সৃষ্টি হয়নি বলে মনে করছে ভোটাররা। তবে ভোটারদের মাঝে আমেজ দেখা না গেলেও প্রার্থীদের সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রবীণ রাজনীতিবীদরা বলেন, প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার- প্রচারণা শুরু হলে নির্বাচনী আমেজ ফিরে আসবে, তবে প্রার্থীরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের হওয়াতে দলীয় নেতা-কর্মীরা সরাসরি কোনো প্রার্থীর পক্ষে গিয়ে কাজ করতে গেলে হিমসিম খাওয়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা করছে আওয়ামীলীগের ওইসব প্রবীণ নেতারা।

এবারের নির্বাচনে মনোনয়ন বৈধ বিবেচিত হওয়া ৫ চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার,  মোঃ ইমরানুল হক, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল।

ভাইস চেয়ারম্যান পদে এম.এ.মালেক, আক্তার হোসাইন, আরিফুর রহমান সুজন, ইমরুল হক চৌধুরী ফাহিম, মোঃ আরিফুজ্জামান, মোহাম্মদ ওসমান গণি। মোঃ হোসাইন নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফিরে পেতে হাইকোর্ট রিট করেছে মর্মে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার ও নুরীমনসহ তিনজনরই মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে জানিয়েছে নির্বাচন কর্মকর্তা।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা জানান, প্রতীক পাওয়ার আগে প্রচার -প্রচারণা, মিছিল, মিটিং ও সভা -সমাবেশ করার কোনো অপশন নেই। হয়তো প্রার্থীরা নিজের পরিচিতির জন্যে একক ভাবে দোয়া কামনা করছে, কোন মিছিল, মিটিং, সভা-সমাবেশ করার কোন খবরা খবর পাইনি।

আগামী ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন, ২০ মে সকাল ১১ টায় প্রতীক বরাদ্দ, ৫ জুন ২০২৪ ইং তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ নারী-পুরুষ মিলে সর্বমোট ৩ লক্ষ, ৭৬ হাজার ৯০৬ জন ভোটার রয়েছে। ভোট গ্রহণ কি ইভিএম হবে নাকি ব্যালেটের মাধ্যমে হবে? জানতে চাইলে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video