রবিবার, ২০২৪ নভেম্বর ১০, ২৬ কার্তিক ১৪৩১
#
বাঁশখালী বাঁশখালী

বাঁশখালীতে অবৈধ ভাবে বালু উত্তোলন পাইপ জব্দ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ এপ্রিল ০২, ১২:৫১ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ৯ নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী সিন্ডিকেট, প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত অন্তত ২ হাজার মিটার প্লাস্টিক পাইপ জব্দ।

জানা যায়, ১ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তেইচ্ছিপাড়া  এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এতে অন্তত ২ হাজার মিটার প্লাস্টিক পাইপ জব্দ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, পুকুরিয়ার মৃত আবুল হাশেমের পুত্র ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মামুনুর রশীদ (বালু মামুন) ও একই এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র মোঃ কাওসার ওরফে (বালু কাওসার) এবং একই এলাকার মাহফুজর রহমানসহ প্রভাবশালী বালু সিণ্ডিকেট চক্র দীর্ঘদিন যাবৎ শঙ্খনদী  থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করে যাচ্ছে।

যার ফলে প্রতিবছরই বর্ষার মৌসুমে তেইচ্ছিপাড়া ও পূর্ব পুকুরিয়া এলাকায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত পরিবারের বসতঘর। বর্তমানেও কয়েক হাজার পরিবার শঙ্কায় রয়েছে। অবৈধ বালু সিণ্ডিকেট চক্র সদস্যরা প্রভাবশালী হওয়াতে কেউ কিছু বলার সাহস পায়না, বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গন রোধ করা যাচ্ছেনা বলেও স্থানীয় সুত্রে জানা গেছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময়  ঘটনাস্থলে জড়িতদের কাউকে পাওয়া যায়নি, তবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত অন্তত ২ হাজার মিটার প্লাস্টিক পাইপ জব্দ করা হয়েছে। শব্দকৃত পাইপ পুকুরিয়া ইউপি চেয়ারম্যান এবং ৮ নং ওয়ার্ড ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video