শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
বাঁশখালী বাঁশখালী

বাঁশখালীতে বসতভিটা উচ্ছেদ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২১, ০৬:২৫ অপরাহ্ন
#

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে বসতভিটা থেকে উচ্ছেদ ও মিথ্যা হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিমুল মুখার্জি নামের এক ভুক্তভোগী পরিবার।

২১ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলা সদসরস্থ গ্রীণচিলি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাধনপুর ইউপির ৭ নং ওয়ার্ডের মৃত রনজিত মুখার্জির সন্তান ভুক্তভোগী শিমুল মুখার্জি বলেন, আমাদের দাদা মৃত দেবেন্দ্র লাল মুখার্জির দুই ছেলে একজন আমাদের বাবা মৃত রনজিত মুখার্জি এবং অপরজন আমাদের চাচা মৃত জগদীশ মুখার্জি।

বাবা মৃত রনজিত মুখার্জি এবং চাচা মৃত জগদীশ মুখার্জি উক্তমতে বিএস জরিপের বিএস খতিয়ান নং ৯৯৯ এর বিএস ২২৭৪ নং দাগের রেকর্ডীয় মালিক হয়। উক্ত বিএস রেকর্ডীয় সম্পত্তি দুই ভাগ হওয়ার কথা থাকলেও মৃত জগদীশ মুখার্জির সন্তান দীলিপ মুখার্জি গংরা জোরপূর্বক একক ভাবে আমাদের বসতভিটাসহ সব জায়গা জবরদখল করে রেখেছে। এই সংক্রান্তে আমরা ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করলেও অভিযুক্ত দীলিপ মুখার্জি গংরা প্রভাবশালী হওয়াতে আইনের প্রতি কোনো ধরনের তোয়াক্কা না করছেনা। প্রতিনিয়ত আমাদের উপর জুলুম নির্যাতন ও মিথ্যা হয়রানি করে যাচ্ছে দীলিপ মুখার্জি গংরা।

এরই মধ্যে গত ১৫ এপ্রিল ২০২৪ ইং তারিখে এই সংক্রান্তে সালিসি বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ডেকে নেন তারা। এসময় স্থানীয় ইউপি সদস্য শওকত আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। কিন্তু এমতবস্থায় হঠাৎ করে অভিযুক্ত দীলিপ মুখার্জি গংরা বৈঠকে উপস্থিত না হয়ে পরিকল্পিত ভাবে মিথ্যা অযুহাতে সরকারি জরুরি সেবা নং ৯৯৯ তে কল দিয়ে আমরা তাদের ঘরে হামলা করতে গেছি বলে মিথ্যা অভিযোগ করে বসে আছে। অথচ সালিসি বৈঠকের কথা বলে আমাদেরকে ডেকে নিয়েছে তারা। কিন্তু শুরু হতে উল্টো হয়রানি করার লক্ষ্যে এবং আমাদের সম্পদ আত্মসাৎ করার কূমানসে -৯৯৯ তে কল দিয়ে আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেছে দীলিপ মুখার্জি গংরা।এছাড়াও প্রতিনিয়ত তারা আমাদের প্রাণনাশের হুমকি -ধমকিও দিচ্ছে। আমরা ভুক্তভোগী পরিবারের সদস্যরা আতংকে আছি।

অভিযুক্ত দীলিপ মুখার্জি গংরা আমরা ভুক্তভোগী পরিবার কতৃক দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়া সত্বেও নির্দ্বিধায় তারা প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। আর সালিসি বৈঠকের কথা উল্টো মিথ্যা অভিযোগে আমরা ভুক্তভোগী পরিবারকে হয়রানির চেষ্টা করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের পৈত্রিক বসতভিটার অংশ অভিযুক্ত দীলিপ মুখার্জি গংদের কবল থেকে ফিরে পেতে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video