শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

জাতীয় পাটির নেতা কর্মীরা উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ মে ২২, ০৬:৫৬ অপরাহ্ন
#

দক্ষিণ চট্টগ্রামের কোন উপজেলায় জাতীয় পার্টির কোন নেতা কর্মী উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়নি। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আওতাধিন কোন উপজেলা ও পৌরসভার জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচনে কোন প্রার্থীকে সমর্থন দেয়নি এবং সমর্থন দেয়ার প্রশ্নই উঠে না। বির্তকিত নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিচ্ছে না এবং নিবেও না। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাই, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাড়াগাড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নেতা কর্মীদের ভোট কেন্দ্রে না যেতে আহ্বান জানান। দলীয় নির্দেশনা অমান্য করে কোন প্রার্থীর পক্ষে প্রচার প্রচারনায় অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতারা।

গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড়স্থ দক্ষিণ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন। দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছত্তার রনির সঞ্চালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুর রব চৌধুরী টিপু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন ফারুকী, জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হক বেঙ্গল ও মোহাম্মদ হোসাইন, আনোয়ারা উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, পটিয়া উপজেলা জাপার আহ্বায়ক ডা. খোরশেদ আলম, সদস্য সচিব হাজী নুরুল ইসলাম, যুব নেতা ইরফান প্রমুখ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক অব্দুর রব চৌধুরী টিপু বলেন, গত সংসদ নির্বাচনের পর থেকে দেশের মানুষ নির্বাচনের প্রতি যে একটা সামান্য আস্থা বিশ^াস ছিল সেটাও হারিয়ে ফেলছে। নির্বাচনের আগে দেশের মানুষ জেনে যায় কে বিজয়ী হবে। যেখানে জনগণের মতামতের প্রতিফলন হয়না সেটাকে নির্বাচন বলতে লজ্জা লাগে।  উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে আমরা বিরত থাকব।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছত্তার রনি বলেন, এখন নির্বাচন মানে তারা তারা ভাগাভাগি সেখানে অন্য কোন দল প্রার্থী হওয়ার সুযোগ নেই। জনগণকে বোকা বানিয়ে স্থানীয় নির্বাচন থেকে সংসদ নির্বাচন পর্যন্ত তারা নিজেদের মানুষদের বিজয়ী করে আনবে। মানুষ কেন তাদের ভোটের নামে প্রহসনে অংশ নিবে। সাধারণ মানুষ সেখানে যাওয়া মানে বর্তমান সমেয় নির্বাচনে নামে জনগণের সাথে যে প্রতারণা শুরু হয়েছে তার স্বপক্ষে সমর্থন দেয়ার সামিল।

জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুচ্ছফা সরকার বলেন, বর্তমান সরকার জাতীয় পার্টির ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতায় বহাল আছে। মাঠে পর্যায়ে জাতীয় পার্টির নেতা কর্মীকে তারা গুরুত্ব দিচ্ছে না। সংসদ নির্বাচনেও জাতীয় পার্টির সাথে প্রতারণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। সংসদ সদস্য থেকে ইউপি সদস্য, চৌকিদার থেকে সচিব সব দলীয় মানুষ বসাতে হবে। সেখানে দলীয় মানুষ না হলে তারা শান্তি পাবে না। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের লোকজনকে জনগণ  মনে করছে প্রার্থীরা। পাশাপাশি নির্বাচনী কাজে নিযুক্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে লোকজন পক্ষে থাকলে জনগণের দরকার পড়ছে না। এমন চিন্তা ধারা ইউপি নির্বাচন থেকে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর মাথায় কাজ করছে। জাতীয় পার্টির কোন নেতা কর্মীকে ভোট কেন্দ্রে না যেতে অনুরোধ জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video