শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়া উপজেলা নির্বাচন: সংবাদ সম্মেলনে- দিদার,ভোটারদের গনজোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই

নিজস্ব প্রতিবেদক, পটিয়া
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ মে ২৮, ০৭:৫৫ অপরাহ্ন
#

দুইদিন পর ৬ষ্ট উপজেলার তৃতীয় ধাপের চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বীতাকারী দুই চেয়ারম্যান প্রার্থী একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ অনুযোগ এনে ইতোমধ্যে সংশ্লিষ্টদের বরাবরে লিখিত পাল্টা পাল্টি অভিযোগ করেছেন। এসব অভিযোগের প্রতিবাদে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এক সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৭ মে) বেলা বারোটার দিকে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা দিদারুল আলমের সাথে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

দিদারুল আলম তার লিখিত বক্তব্যে বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী ভোটের মাঠে আমার পক্ষে ভোটারদের গনজোয়ার দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপপ্রচার করে ভোটারদের বিভ্রান্ত করছেন। 

তিনি বলেন, আমি তৃনমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী। ১৯৮৮ সাল থেকেই শোভনদন্ডী স্কুল ও ইউনিয়নের সভাপতির ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমার রাজনীতিতে আমার  হাতেখড়। পরবর্তীতে শোভনদন্ডী ইউনিয়ন ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ , সরকারি কর্মাস কলেজ, চট্টগ্রাম মহানগর স্টীয়ারিং কমিটি, কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতি করে পরপর দুই বার পটিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটির কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।

দিদার বলেন, আমার সামাজিক রাজনৈতিক দায়বদ্ধতা থেকে এবার পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এ নির্বাচনে আমার প্রত্যয় হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তি ভ্রাতৃত্ব সম্প্রীতি সৌহার্দ্যময় সমৃদ্ধি কল্যাণ মঙ্গলময় সমাজ গঠন ও সকলের বাসযোগ্য পটিয়া উপজেলা বিনির্মান করা। আমি মনে প্রাণে সত্য সুন্দর শুভ কর্মপথের যাত্রী এবং অসত্য কপুমন্ডুকতা অসুন্দর ও বর্বরতার বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরন করি। 

দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিদার আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে নির্বাচনের মাঠে নেতিবাচক মিথ্যাচার চালাচ্ছেন। তিনি নিজেকে ধোঁয়া তুলশী পাতা হিসেবে জাহির করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন এবং আমার কর্মীদের হুমকি ধমকি দিচ্ছেন। এমনকি প্রকাশ্যে আঙুল কেটে ফেলার হুমকি দেন। এ ব্যাপারে আমি পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। প্রতিপক্ষ প্রার্থী মহানগর ছাত্রলীগের এক বিতর্কিত নেতার নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল নিয়ে শোডাউন করে ভয় ও আতংক ছড়াচ্ছে। সাধারণ ভোটারেরা যাতে কেন্দ্রে না যায় ভোটারদের মনোবল ক্ষুন্ন করার উদ্দেশ্যে নানা গুজব ছড়াচ্ছে। 

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব,দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল মতিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব,বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান,সদস্য মোজাহেরুল আলম চৌধুরী,নাছির উদ্দিন,উপদেষ্টা সিরাজুল ইসলাম মাস্টার,সাবেক সদস্য আলী আকবর ছিদ্দিকী,আবুল কালাম আজাদ চৌধুরী,চেয়ারম্যান সমিতির সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান,সাধারণ সম্পাদক মো. সেলিম চেয়ারম্যান, মুহাম্মদ বখতিয়ার চেয়ারম্যান, জাকারিয়া ডালিম চেয়ারম্যান,জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিমুল হক,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান টিপু চেয়ারম্যান,পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম,সহ সভাপতি নাছির উদ্দীন, ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইউনুস মিয়া,হাবিলাসদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউনুস, শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাগর কান্তি দে,দক্ষিণ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর খান,উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী,যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির,রিটন নাথ, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী,ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন রিপন, মো: বিন ফয়সাল মিজান,আমিনুল ইসলাম লিটন,নাজমুল সাকের ছিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জালাল উদ্দীন,মোবাশ্বের আলম প্রমূখ। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video