শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ১৯ জন,পটিয়াবাসীর দৃষ্টি পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যানের দিকে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মে ০৩, ০৫:২৮ অপরাহ্ন
#

তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সূত্রে জানায়।

 উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র  অধ্যাপক  হারুনুর রশিদ,  দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ,  চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয়  কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দক্ষিণ জেলা কৃষক লীগের সহ সভাপতি সৈয়দ নুরুল আবছার।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৮ জন প্রার্থী তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক আশীষ তালুকদার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন রাজধন, এবি পার্টির নেতা ডাঃ এমদাদুল হাসান, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জন তারা হলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আফরোজা  বেগম জলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পটিয়া পৌরসভা মহিলা আওয়ামী লীগ নেত্রী কানিজ ফাতেমা, নারী নেত্রী নুর আয়েশা বেগম,  ধলঘাট ইউপির মহিলা সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী সুমি দে। পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু বলেন, আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি উন্নয়ন করার জন্য, তবে আমি নিশ্চিত বলতে পারি আমি চেয়ারকে অপব্যহার করিনি, একজন মহিলা ভাইস চেয়ারম্যানের কি পরিমান বরাদ্দ সেটা এখন সবাই জানে। বিগত দিনের কর্মকান্ডকে মূল্যায়ন করে আমাকে আবার নির্বাচিত করবে পটিয়াবাসী।

পটিয়া উপজেলা পরিষদের সাবেব মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি জানান, আমি যখন পরিষদের ছিলাম, পটিয়া উপজেলা পরিষদ ছিল আলোকিত, আমি যাওয়ার পর থেকে পটিয়া উপজেলা পরিষদ অন্ধকার হয়ে গেছে, পটিয়াবাসীর অনুরোধে আন্ধকার দুর করার জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি, নিশ্চিত আমি বিজয়ী হব।

এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত বলেন, আমি  করোনাকালিন সময়ে পটিয়াবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়েছি। এছাড়া বিভিন্ন সময় ধরে মানবিক কর্মকান্ডে দীর্ঘদিন যুক্ত রয়েছি। পটিয়াবাসী কাছে আমি একজন পরীক্ষিত। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে পটিয়াবাসীর আরও বেশি সেবা করতে পারব।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক আশীষ তালুকদার বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, যতটুকু সম্ভব পটিয়াবাসীর সেবা করার চেষ্ঠা করে আসছি। পটিয়া উপজেলায় হিন্দু বড়য়াদের বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে। এ ভোট ব্যাংকের উপর নির্ভর করবে জয় পরাজয়, অধিকংশ ভোট আমার পক্ষে আসবে অশা করি।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন বলেন, পটিয়া উপজেলার বিশাল ভোট ব্যাংক হচ্ছে পশ্চিম পটিয়া, পাশাপাশি দীর্ঘদিন ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, প্রত্যেক এলাকায় আমার ভোট রয়েছে, নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়া বলেন, আমি প্রায় ২০/২৫ বছর ধরে পটিয়ার প্রতিটি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। প্রতিটি এলাকা পাড়া মহল্লায় আমার নিজস্ব মানুষ রয়েছে। পটিয়ার মানুষ আমাকে মনে প্রাণে ভালোবাসেন, নির্বাচনে তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে বিজয়ী আমারই হবে।

উল্লেখ্য, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ মে, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ৬-৮ মে, রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে ও ভোট গ্রহণ ২৯ মে (বুধবার)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video