শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়ার খলিলুর রহমান পুন: সিআইপি নির্বাচিত

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১১, ০৮:৩৩ অপরাহ্ন
#

নিটওয়্যার (গ্রুপ) শ্রেনীতে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারো সিআইপি (রপ্তানি ও ট্রেড)-২০২২ পেলেন চট্টগ্রামের পটিয়ার সন্তান কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। 

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে এ শিল্প উদ্যোক্তার হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

জানা যায়, দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পর্যায়ে উৎসাহ-উদ্দীপনা ও পারস্পরিক সুষ্ঠু প্রতিযোগিতার আবহ সৃষ্টি করাই সিআইপি (রপ্তানি) কার্ড প্রদানের উদ্দেশ্য। 

নীতিমালা অনুযায়ী, ২০২২ সালের জন্য ২২টি খাতের মধ্যে ১৮টি পণ্য ও সেবা খাত এবং ইপিজেডভুক্ত 'সি' ক্যাটাগরিতে মোট ১৪০ জনকে সিআইপি (রপ্তানি) এবং ৪৪ জন ব্যবসায়ী নেতাকে সিআইপি (ট্রেড) সম্মানে ভূষিত করা হয়। এ বছর পণ্য ও সেবা সংশ্লিষ্ট ২০টি খাতে মোট ৩২৮টি আবেদন পাওয়া যায়। 

এদিকে, এর আগেও পটিয়ার এ কৃতি সন্তান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছিলেন। 

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিআইপিদের তালিকা প্রকাশ করেন। এতে বলা হয়েছে, সিআইপি (রপ্তানি) নীতিমালা অনুযায়ী নীট পোশাকে (গ্রুপ) খাতে খলিলুর রহমানকে নির্বাচিত করেছে সরকার। 

আগামী এক বছরের জন্য এই ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এ ছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। 

এ ছাড়া সিআইপিরা তাদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য লেটার অব ইন্ট্রোডাকশন দেবে। 

সিআইপির (রপ্তানি) মেয়াদ এক বছর। তবে পরবর্তী বছরে সিআইপি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তাদের মেয়াদ থাকবে। 

অপরদিকে, কেডিএস গ্রুপের নিট পোশাক গ্রুপের প্রতিষ্টান গুলো হলো- কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, কেডিএস ফ্যাশন লিঃ, কেডিএস এ্যাপারেলস লিঃ, কেডিএস আইডিয়ার লিঃ। এসকল প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত। 

কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা, ব্যাংক-বীমা, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন সহ একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video