শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৪ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক,পটিয়া
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ২১, ০৩:৫৯ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পটিয়া উপজেলা কৃষক লীগ।

শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪:০০ টায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক  সৈয়দ নুরুল আবছারের  সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মিয়া হাসানের  সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা এম এ শাকুর, পটিয়া  উপজেলার যুগ্ন আহবায়ক শেখ মোঃ আলমগীর আলম, উপজেলা কৃষক লীগ নেতা মোঃ নুরুল আমিন, প্রিয়তোষ বড়ুয়া রাজু, মহম্মদ শহিদুল্লাহ, মোঃ আব্দুল খালেক ,মোঃ জসিম উদ্দিন খান কমান্ডার,আবু সাঈদ তালুকদার খোকন, তৈয়ব রশিদ,বশিরুর আলম, মোঃ আবু তালেব জিরি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ নোমান, কেলিশহর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ খায়ের আহমদ, হাইদগাঁও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর, ধলঘাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অমল দে, কৃষক লীগ নেতা আলিম,  তারেক প্রমুখ। 

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলার আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ গড়তে হলে প্রথমে বাংলাদেশে স্মার্ট কৃষি ও কৃষক তৈরি করতে হবে ।

তাহলে দারিদ্রমুক্ত ক্ষুধা মুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video