শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়া শাপলা কুঁড়ি আসর ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ২৪, ০৩:২২ অপরাহ্ন
#

পটিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে -এমপি  মোতাহের

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালি জাতির পেল একটি স্বাধীন রাষ্ট্র সোনার বাংলাদেশ। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি ও মযার্দা ফিরে আনতে হবে। শাপলা কুঁড়ির আসর ও বঙ্গবন্ধু পরিষদের মত পটিয়ার সাংস্কৃতিক সংগঠন গুলোকে শক্তিশালী করতে হবে। এ সংগঠনের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতিতে বর্তমান তরুণ ও যুব সমাজ গড়ে তুলতে হবে।

পটিয়ার উন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার জন্য তিনি আহবান জানান।

শনিবার পটিয়া শাপলা কুঁড়ি আসর ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি ।

পটিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব অধ্যাপক এস এম এ কে রওশনগীর আমিরীর পরিচালনায়

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পটিয়ার সাবেক এমপি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম সিটি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয়  প্রধান প্রফেসর আব্দুল আলীম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ, ম, ম, টিপু সুলতান চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, বিশিষ্ট কলামিস্ট নেছার আহমদ,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এসএম মোরর্শেদ উল্লাহ, উপজেলা কৃষক লীগ আহবায়ক সৈয়দ নুরুল আবাছার, পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম,সাধারণ সম্পাদক এমএনএ নাছির, সাইফুল্লাহ পলাশ, সৈয়দ তালুকদার, পটিয়া উপজেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি আবদুল করিম, কামরুল হাসান বাবু, ছৈয়দ তালুকদার, পৌরসভা শাপলা কুঁড়ি আসরের সভাপতি নাঈম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমূখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video