শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

বিত্তবানদের উচিত গরীব ও দুস্থদের পাশে দাঁড়ানো- দিদার

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : শনিবার, ২০২৪ মার্চ ১৬, ০৫:১২ অপরাহ্ন
#

মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজান আমাদের  সংযমের শিক্ষা দেয়। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়; আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হয়। 

মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মাসব্যাপী সমগ্র পটিয়ায় চাচা খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে  ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

শনিবার দুপুরে জিরি ইউনিয়ন পরিষদে স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম খানের (টিপু) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

এসময় উপস্থিত ছিলেন,স্থপতি রিদুয়ানুল হক চৌধুরী, সচিব আবদুল মালেক, ইউপি সদস্য যথাক্রমে  মনোয়ারা বেগম, নীলু আকতার,মোহাম্মদ নুরুল ইসলাম বাদশা,মোহাম্মদ লুৎফর রহমান চৌধুরী

,মোঃ নাছির উদ্দীন, নুর আয়েশা বেগম, জাহাঙ্গীর আলম,মোঃ কামাল উদ্দিন,মোঃ নাসির উদ্দিন চৌধুরী, জেবল হোসেন,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মো: কাইসার প্রমূখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video