শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে- এমপি মোতাহের

নিজস্ব প্রতিবেদক, পটিয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ এপ্রিল ০৪, ০৭:১৯ অপরাহ্ন
#

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ঈদের আনন্দ ধনী দরিদ্র সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পটিয়ায় পাহাড় ও মাটি কাটা, সন্ত্রাসী ও চাঁদাবাজি চলবে না। অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনতে হবে। পটিয়ার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন গুলোকে ঢেলে সাজানো হবে। 

তিনি বৃহস্পতিবার পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৪ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দলীয় নেতাকর্মীদের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফারুক, সদস্য রাশেদ মনোয়ার, মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন,পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল,মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু, উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, শাহদাত হোসেন ফরিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, চেয়ারম্যান যথাক্রমে আবুল কাশেম, এম এ হাশেম, রনবীর ঘোষ টুটুন, এস এম ইনজামুল হক জসিম, জাকারিয়া ডালিম, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম খান টিপু, মোঃ বখতিয়ার উদ্দিন, সরোজ কান্তি সেন নান্টু, মাহবুবুল হক চৌধুরী, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, রিটন নাথ মাস্টার, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌরসভা ছাত্রলীগ আহবায়ক  অজয় শীল।

তিনি আরো বলেন, পটিয়ার সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। এবারের একুশে বই মেলার মধ্য দিয়ে আমরা পটিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পটিয়ায় সাংস্কৃতিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। যার কারণে আগের অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন তারা তাদের পেশা ছেড়ে দিয়ে বিকল্প পেশা খুঁজে নিতে হয়েছে।

আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিন দিন ব্যাপী পটিয়া স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video