শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

গরিব-দুঃখীদের সহায়তা রমজানের শিক্ষা - এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি :
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ২৪, ০২:৪৩ অপরাহ্ন
#

মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রী পবিত্র রমজান মাসে সংযম পালন ও কৃচ্ছতাসাধনের পরামর্শ দিয়েছেন। তিনি ইফতার পার্টি কম করে বেশি করে  গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

শনিবার দুপুরে কুসুমপুরা ইউনিয়ন পরিষদে চাচা খালেক ফাউন্ডেশনের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি এসব কথা বলেন।

কুসুমপরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাকারিয়া ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন, চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার।

শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক কাজী মোর্শেদ, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী, হাজী কামাল,খোরশেদ আলম মেম্বার, ফজলুল কাদের হিরু মেম্বার, শওকত আকবর মেম্বার, আবদুর রহিম মেম্বার, রৌশন আরা রুজি মেম্বার, পারভিন আকতার মেম্বার প্রমূখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video