শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ১১টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-৮

নিজস্ব প্রতিবেদক, পটিয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ২৮, ০৫:৫৬ অপরাহ্ন
#

পটিয়া থানার বিশেষ অভিযানে পটিয়া থেকে চুরি হয়ে যাওয়া ১১টি মোটর সাইকেল উদ্ধার এবং চোর চক্রের প্রধানসহ ৮ জনকে আটক করেছে।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, বিগত বেশকিছু দিন থেকে পটিয়ার বিভিন্নস্থান থেকে মোটর সাইকেল চুরি হয়েছিল।বিষয়টি মনিটরিং করা হয় এবং উপজেলা ও জেলার  বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান পটিয়ার হুলাইন থেকে হুমায়ুন কবির প্রকাশ শরীফ প্রকাশ রাসেল প্রকাশ বাঁচাকে (৩২) আটক করে। পরে তার ভাগিনা মোঃ সাকিব (২৪) কে জেলার হাটহাজারী থেকে আটক করা হয়।

মামা-ভাগ্নে মিলে দীর্ঘদিন লক্ষ টাকার মোটর সাইকেল চুরি করে  সবগুলো ৩০/৩৫ হাজার টাকায় বিক্রি করে আসছিল। সাকিব মোটর সাইকেল চুরির অভিযাগে জেলে আটক থাকলেও গতমাস জেল থেকে বের হয়ে আবারা মোটর সাইকেল চুরি শুরু করে। 

পটিয়া থানার ওসি জানিয়েছেন, বুধবার আন্ত:জেলার বিভিন্ন থানা, কক্সবাজার জেলার চকরিয়া ও রামু থানা এলাকায় অভিযান চালিয়ে  মোটরসাইকেল চোর চক্রের একটি সিন্ডিকেটের ৮ সদস্যকে আটক করা হয়।

 আটককৃতরা হলেন পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের খোরশেদ আলম (২৭), ভাটিখাইন ইউনিয়নের মেহেদী হাসান (২৪), চকরিয়া উপজেলার মোঃ আলমগীর প্রকাশ বাবলু (২৬), চকরিয়া উপজেলার শাহাদাত হোসেন প্রকাশ পুতু (২৫), মোঃ মিরাজ (২৬),  মোঃহানিফ (২৭)। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ উদ্ধার করেছে ১১টি চোরাই মোটরসাইকেল  ও চুরির কাজে ব্যবহৃত একটি মাস্টার কী। যেকোন মোটর সাইকেল মাত্র ১০/২০ সেকেন্ডের মধ্যে তারা এই চাবি দিয়ে খুলে ফেলতে সক্ষম।

চাবি তৈরির কারিগরকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন,ওসি তদন্ত সাইফুল ইসলাম।

পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন,এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। জেলার অন্যান্য থানাও মোটর সাইকেল চুরির অভিযোগে তাদের আটক দেখানো হবে জানিয়েছেন।তিনি আরো বলেন, পটিয়াতে আসন্ন ঈদকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের উৎপাত যাতে বৃদ্ধি না পায় তার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পটিয়া থানায় এযাবৎ কালের বৃহৎ এই মোটর সাইকেল উদ্ধারের ঘটনায় অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, এসআই  শিমুল চন্দ্র দাস, এসআই মোঃ আসাদুর রহমান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই ফয়েজ আহাম্মদ, এএসআই মোঃ মহিউদ্দিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video