মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#
পটিয়া পটিয়া

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

পটিয়া, (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ১৮, ০২:০৩ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ওআলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনিল কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার সৈয়দ সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন-স্কুল পরিচালনা কমিটির সদস্য বিশ্বজিত দাশ, নাছির উদ্দিন, শিক্ষক চন্দন নাথ, সাইফুল ইসলাম, হাফেজ আহমেদ, টুটুল।

বক্তারা বলেন, বাঙালি জাতির ইতিহাসে ১৭ মার্চ একটি অবিস্মরণীয় দিন।বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, যাতে সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে এই দেশটির স্বাধীনতা এনেছিল। দেশের মানুষ তাঁকে আজীবন স্মরণ করে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video