শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন, প্রার্থী হতে মৌসুমী নেতারাও মাঠে !

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ এপ্রিল ১৭, ০৮:৪৯ পূর্বাহ্ন
#

পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে মাঠে ময়দানে সারা বছর সরব থাকা নেতাদের পাশাশি দীর্ঘদিন নিরব থাকা মৌসুমী কিছু নেতারা ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময় ইফতার ও সেহেরী  সামগ্রী দিয়ে  মাঠে নামতে দেখা গেছে। পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে সারা বছর মাঠে থাকা নেতারা এবং মৌসুমী নেতাসহ ৮/১০ জনের নাম বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচনায় আসছে। বিভিন্ন সূত্রে জানা গেছে  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দিদারুল আলম দিদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া  উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য  মোহাম্মদ নাছির চেয়ারম্যান।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপ কমিটির  সদস্য সাবেক ফুটবলার সত্যজিত দাশ রুপু, পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডিএম জমির উদ্দীন, দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল আলম জুয়েলসহ অনেকের নাম আলোচনায় রয়েছে।

চলতি বছরে তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী  সংসদ সদস্য পদে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে উপজেলা চেয়ারম্যানের পদটি শুণ্য হয় পড়লে ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জয় পরাজয় নির্ভর করবে পটিয়ার তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী, বিএনপি দলীয় সাবেক সংসদ সস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল ও সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী এনামুল হক এনাম এ তিনজনের অনুসারীরা যে দিকে সমর্থন দিবে সেদিকে বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে জানায়।

পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ সাইুফুল ইসলাম বলেন, পটিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমে কোন প্রার্থীর নাম শুনা না গেলেও ঈদ রমজানে অনেকের নাম এবং আনাগোনা দেখা যাচ্ছে। প্রকৃত পক্ষে যে সব নেতা সারা বছর খবর থাকে না নির্বাচন আসলে মাঠে দেখা যায় তাদেও তৃণমূল নেতা কর্মীরা বয়কট করবে। আমরা চাই এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেয়া হউক যে সারা বছর কর্মী সমর্থক এবং পটিয়াবাবাসীর পাশে থাকবে।

চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, আমি যতটুকু সম্ভব পটিয়াবাসীর পাশে থাকার চেষ্টা করে আসছি, নির্বাচনে বিজয়ী হতে হলে মানুষ মন জয় করে আন্তরিকতা ভালোবাসা দিয়ে বিজয়ী হতে হবে। পটিয়ার মানুষ আমাকে ভালোবাসে তাই প্রতিদিন সকাল বিকেল ৮/১০টি অনুষ্ঠানে যেতে হচ্ছে। আমি চেষ্টা করছি সাধ্যমত তাদের ডাকে সাড়া দিতে। পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ বলেন, আমি সব সময় মাঠে আছি, দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে থাকার কারণে প্রতিটি ওয়ার্ড ইউনিট, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমি নির্বাচন করার বার্তা ইতোমধ্যে তৃণমূল নেতা কর্মী ও পটিয়াবাসীর কাছে পৌঁছে গেছে, বাকী যেগুলো আছে মাঠ গুছানোর  চেষ্টা করছি, এখনো নির্বাচনের কাজে মাঠে আছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video