শুক্রবার, ২০২৪ সেপ্টেম্বর ২০, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

চট্টগ্রামের পটিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ৮ শত ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে।

পটিয়ায় বিপুল পরিমান সেগুন কাঠ উদ্ধার,নৈপথ্যে মোটা আমিন

পটিয়া প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মার্চ ০৭, ০২:৫২ অপরাহ্ন
#

চট্টগ্রামের পটিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ২০ লক্ষ টাকার ৮ শত ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে।

বুধবার (৬ মার্চ) সকাল ১১ টায় পাহাড়ি এলাকায় সরকারি বনাঞ্চল থেকে মূল্যবান সেগুন কাঠ কেটে ট্রাকযোগে পাচার করার সময় হাইদগাঁও ভাঙ্গাপোল ও কেলিশহর সেনপাড়া এলাকা থেকে এই কাঠ উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে গেলেও বন বিভাগ ট্রাক ও কাঠ উদ্ধার করে।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোটা আমিনের নেতৃত্বে সরকারী বনাঞ্চলের কাঠ কেটে পাচার করে আসছে একটি সংঘবদ্ধ চোরায় চক্র। বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা এসব চোরায় চক্রের সাথে জড়িত থাকায় আইনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় নিধন কিছুতেই থামছিলনা। তবে এলাকার লোকজন জানিয়েছেন এই কাঠগুলো বন খেকো আমিন প্রকাশ মোটা আমিনের। সে আন্ত:জেলা কাঠ পাচারকারীদের অন্যতম।

রেঞ্জ অফিসার নুরুল আলম হাফিজ জানিয়েছেন, কাঠগুলোর মালিকানা কেউ দাবী করেনি বলে কারো বিরুদ্ধে মামলা করা যায়নি। অবৈধ চোরায় কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে রেঞ্জ অফিসার নুরুল আলম হাফিজ জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video