শনিবার, ২০২৪ সেপ্টেম্বর ২১, ৫ আশ্বিন ১৪৩১
#
পটিয়া পটিয়া

যুগে যুগে ধর্মকে সজীব ও সতেজ করার জন্য শিক্ষকরূপে হেদায়েতের পথ দেখিয়েছেন আউলিয়ারা : মোতাহেরুল ইসলাম এমপি

নয়ন শর্মা,পটিয়া প্রতিনিধি:
প্রকাশিত : শুক্রবার, ২০২৪ মার্চ ০১, ০৮:০১ অপরাহ্ন
#

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বেলখাইন হযরত ফতেহ আলী শাহ ঈদগাহ মাঠে মিলাদ মাহফিল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, মহান আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ অবধি পাপী-তাপী মানুষকে সিরাতুল মুস্তাকিম তথা আলোর পথে আনার জন্য দুনিয়াতে অসংখ্য মহামানব প্রেরণ করছেন। তাঁরা সমকালীন যুগের মানুষকে আল্লাহ তায়ালার সাথে যোগাযোগের শিক্ষা দিয়ে থাকেন। এ সকল মহামানব মোর্শেদরূপে নবুয়তের যুগে নবি-রাসুল এবং বেলায়েতের যুগে অলী-আল্লাহ হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। অলী-আল্লাহ হচ্ছেন আল্লাহর বন্ধু। নবির সাথে যেমন আল্লাহর যোগাযোগ থাকায় নবীউল্লাহ এবং রাসুলের সাথে আল্লাহর যোগাযোগ থাকায় তাদেরকে রাসুলুল্লাহ বলা হয়। তেমনি অলীর সাথে আল্লাহর যোগাযোগ থাকায় তাদেরকে অলী-আল্লাহ বলা হয়। কারণ তাঁরা প্রত্যেকেই আল্লাহকে ক্বালবে ধারণ করেই মহামানব হয়েছেন। এ সকল মহামানব যুগে যুগে ধর্মকে সজীব এবং সতেজ করে তোলার জন্য নবুয়তের যুগে নবি-রাসুলরূপে মোর্শেদ তথা শিক্ষকরূপে সমকালীন যুগের মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তদ্রুপ বেলায়েতের যুগে অলী-আল্লাহগণ এরই ধারাবাহিকতায় ধর্মকে সজীব ও সতেজ করে তোলেন। তাঁদের মধ্য থেকেই যুগের ইমাম, মোজাদ্দেদ বা সংস্কারক হিসেবে অলী-আল্লাহগণ পৃথিবীতে আগমন করে।

তিনি পটিয়ার হযরত ফাতেহ আলী শাহ্ ২০ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু।

প্রধান আলোচক হিসেবে মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা গাউসুল আজম রেলওয়ে মসজিদের খতিব মাওলানা শায়েখ মোস্তফা রহিম আল আজহারী, প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী, বিশেষ বক্তা ছিলেন হুলাইন হযরত ইয়াছিন আউলিয়া হামিদিয়া আবেদীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ সলিম উল্লাহ রিজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোরশেদ উল্লাহ, আ: লীগ নেতা ইকবাল চৌধুরী, ইউপি সদস্য নুরুল কবির চৌধুরী, মো. ইলিয়াস, উজ্জ্বল চৌধুরী চন্দন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video